লোকগুলো তোরা

লোকগুলো তোরা

তসলিমা নাসরিন

লোকগুলো তোরা

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ঘরের লোকটা ঠকাচ্ছে, প্রতিদিন,

পাশের বাড়ির লোক এমনকী দূরের বাড়ির লোকও ঠকায়

ঠকানো জলের মতো সোজা তোকে।

নরম গলায় যেই না কথা বললো কেউ,

কাঁধে নরম একটা হাত রাখলো,

বুকে বা চুলে আঙুল চালালো,

ঠোঁটের সর্বনাশ করে চুমু খেল, অমনি তুই

প্রেম ভেবে নেচে উঠিস।

হাতে রাখতে তোকে কিছু খেতে পরতে দেয়,

নাকে নোলক দেয়, পায়ে নূপুর দেয়,

নরক দেয়,

গর্ভ উপচে ...

Loading...