যদিও রয়েছি বেঁচে

যদিও রয়েছি বেঁচে

জীবনানন্দ দাশ

যদিও রয়েছি বেঁচে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যদিও রয়েছি বেঁচে ১৯৩৮—এ আজো মোরা—

তবু আমাদের জন্ম যেন হয়েছিল কোনো এক ধূসর শতকে—মধ্যযুগে—

দেহের আরাম দিতে গিয়ে মোরা বিদ্বানের জন্ম দিতে পারি নাই

অনুভব করিয়াছি—পৃথিবীতে ঢের নদী আছে

(আজ মনে হয় পীত স্ফীত মুখ বগলার কুলোর বাতাস)

অনুভব করিয়াছি একদিন—কোথাও মুকুর আছে—

সেইখানে মুখ দেখে নিলে

অস্তগিরির পড়ন্ত সূর্যকে—ব্যথা নয়—অমোঘ ইশারা ব’লে ...

Loading...