মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে

মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে

রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে

বসে থাকি নিস্তব্ধ প্রহরে,

বাহিরে শ্যামল ছন্দে উঠে গান

ধরণীর প্রাণের আহ্বান;

অমৃতের উৎসস্রোতে

চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে।

কার পানে পাঠাইবে স্তুতি

ব্যগ্র এই মনের আকূতি,

অমূল্যেরে মূল্য দিতে ফিরে সে খুঁজিয়া বাণীরূপ,

করে থাকে চুপ,

বলে,আমি আনন্দিত– ছন্দ যায় থামি–

বলে, ধন্য আমি...

Loading...