আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে

আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে

রবীন্দ্রনাথ ঠাকুর

আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে।

জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে

শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার

রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্তপ্রসার

স্বর্ণশ্যাম ডানা মেলি। ক্ষীণ নদীরেখা

নাহি করে গান আজি, নাহি লেখে লেখা

বালুকার তটে। দূরে দূরে পল্লী যত

মুদ্রিতনয়নে রৌদ্র পোহাইতে রত

নিদ্রায় অলস ক্লান্ত।

এই স্তব্ধতায়

শুনিতেছি তৃণে তৃণে ধুল...

Loading...