মালা
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি যেদিন সভায় গেলেম প্রাতে ,
সিংহাসনে রানীর হাতে
ছিল সোনার থালা ,
তার ই ‘ পরে একটি শুধু ছিল মণির মালা ।
কাশী কাঞ্চী কানোজ কোশল অঙ্গ বঙ্গ মদ্র মগধ হতে
বহুমুখী জনধারার স্রোতে
দলে দলে যাত্রী আসে
ব্যগ্র কলোচ্ছ্বাসে ।