
মানসপ্রতিমা

রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি সন্ধ্যার মেঘ শান্তসুদূর
আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী!
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা—
তুমি আমারি যে তুমি আমারি,
মম অসীমগগনবিহারী!
মম হৃদয়রক্তরঞ্জনে তব
চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী!
তব অধ...