ভগ্ন মন্দির

ভগ্ন মন্দির

রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্ন মন্দির

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভাঙা দেউলের দেবতা!

তব বন্দনা রচিতে, ছিন্না

বীণার তন্ত্রী বিরতা।

সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ

তোমার আরতি‐বারতা।

তব মন্দির স্থির গম্ভীর,

ভাঙা দেউলের দেবতা!

তব জনহীন ভবনে

থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ

নববসন্তপবনে।

যে ফুলে রচেনি পূজার অর্ঘ্য,

রাখে নি ও রাঙা চরণে,

সে ফুল ফোটার আসে সমাচার

<...
Loading...