
বৈশাখে

রবীন্দ্রনাথ ঠাকুর
তপ্ত হাওয়া দিয়েছে আজ
আমলাগাছের কচি পাতায় ,
কোথা থেকে ক্ষণে ক্ষণে
নিমের ফুলে গন্ধে মাতায় ।
কেউ কোথা নেই মাঠের'পরে ,
কেউ কোথা নেই শূন্য ঘরে ,
আজ দুপুরে আকাশতলে
রিমিঝিমি নূপুর বাজে ।
বারে বারে ঘুরে ঘুরে
মৌমাছিদের গুঞ্জসুরে
কার চরণের নৃত্য যেন
...