বৈরাগী আর বোষ্টমী যায়

বৈরাগী আর বোষ্টমী যায়

জসীম উদ্দীন

বৈরাগী আর বোষ্টমী যায়

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোথা হতে এলো রসের বৈরাগী আর বোষ্টমী,

আকাশ হতে নামল কি চান হাসলাপরা অষ্টমী।

চেকন চোকন বোষ্টমী তার ঝটরা মাথায় দীঘল কেশ,

খেজুর গাছের বাগড়া যেমন পূব হাওয়াতে দুলছে বেশ।

পাছা পেড়ে শাড়িখানি পাছা বেয়ে যায় পড়ে,

বৈরাগী কয়, তারির সাথে ফাঁস লাগায় যাই মরে।

মুখখানি তার ডাগর ডোগর ঘষামাজা কলসখানি।

বৈরাগী কয় গলায় বেঁধে মাপতে পারি গাঙের পানি।


...
Loading...