বিভিন্ন কোরাস

বিভিন্ন কোরাস

জীবনানন্দ দাশ

বিভিন্ন কোরাস

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পৃথিবীতে ঢের দিন বেঁচে থাকে আমাদের আয়ু

এখন মৃত্যুর শব্দ শোনে দিনমান।

হৃদয়কে চোখঠার দিয়ে ঘুমে রেখে

হয়তো দুর্যোগে তৃপ্তি পেতে পারে কান;

এ রকম একদিন মনে হয়েছিলো–

অনেক নিকটে তবু সেই ঘোর ঘনায়েছে আজ;

আমাদের উঁচু-নিচু দেয়ালের ভিতরে খোড়লে

ততোধিক গুনাগার আপনার কাজ

ক’রে যায়–ঘরের ভিতর থেকে খসে গিয়ে সন্তুতির মন

বিভীষণ, নৃসিংহের আবে...

Loading...