বিদ্রোহীর বাণী

বিদ্রোহীর বাণী

কাজী নজরুল ইসলাম

বিদ্রোহীর বাণী

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্!

ঢের দেখালি ঢাক ঢাক আর গুড় গুড়, ঢের মিথ্যা ছল।

এবার তোরা সত্য বল॥

পেটে এক আর মুখে আর এক – এই যে তোদের ভণ্ডামি,

এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম-দামি।

নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আপশোশে,

বাইরে ফাঁকা পাঁইতারা তাই, নাই তলোয়ার খাপ-কোশে।

তাই হলি সব সেরেফ আজ

কাপুরুষ আর ফেরেব-বাজ,

সত্য ...

Loading...