বঙ্গলক্ষ্মী

বঙ্গলক্ষ্মী

রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গলক্ষ্মী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার মাঠের মাঝে, তব নদীতীরে,

তব আম্রবনে‐ঘেরা সহস্র কুটিরে,

দোহনমুখর গোষ্ঠে, ছায়াবটমূলে,

গঙ্গার পাষাণঘাটে দ্বাদশ‐দেউলে,

হে নিত্যকল্যাণী লক্ষ্ণী, হে বঙ্গজননী,

আপন অজস্র কাজ করিছ আপনি

অহর্নিশি হাস্যমুখে।



এ বিশ্বসমাজে

তোমার পুত্রের হাত নাহি কোনো কাজে,

নাহি জান সে বারতা। তুমি শুধু মা গো,

ন...

Loading...