ফুল ফোটানো

ফুল ফোটানো

রবীন্দ্রনাথ ঠাকুর

ফুল ফোটানো

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোরা কেউ পারবি নে গো ,

পারবি নে ফুল ফোটাতে ।

যতই বলিস , যতই করিস ,

যতই তারে তুলে ধরিস ,

ব্যগ্র হয়ে রজনীদিন

আঘাত করিস বোঁটাতে—

তোরা কেউ পারবি নে গো ,

পারবি নে ফুল ফোটাতে ।

দৃষ্টি দিয়ে বারে বারে

ম্লান করতে পারিস তারে ,

ছিঁড়তে পারিস দলগুলি তার ,

ধুলায় পারি...

Loading...