প্রলাপ ৩

প্রলাপ ৩

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রলাপ ৩

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আয় লো প্রমদা! নিঠুর ললনে

বার বার বল্‌ কী আর বলি!

মরমের তলে লেগেছে আঘাত

হৃদয় পরাণ উঠেছে জ্বলি!

আর বলিব না এই শেষবার

এই শেষবার বলিয়া লই

মরমের তলে জ্বলেছে আগুন

হৃদয় ভাঙিয়া গিয়াছে সই!

পাষাণে গঠিত সুকুমার ফুল!

হুতাশনময়ী দামিনী বালা!

অবারিত করি মরমের তল

কহিব তোরে লো মরম জ্বালা!

কতবার তোরে কহেছি ললনে!

দেখায়েছি ...

Loading...