
প্রতিনিধি

রবীন্দ্রনাথ ঠাকুর
অ্যাক্ওয়ার্থ্ সাহেব কয়েকটি মারাঠি গাথার যে ইংরাজি অনুবাদগ্রন্থ
প্রকাশ করিয়াছেন তাহারই ভূমিকা হইতে বর্ণিত ঘটনা গৃহীত ।
শিবাজির গেরুয়া পতাকা ‘ ভগোয়া ঝেণ্ডা' নামে খ্যাত ।
বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গভালে
শিবাজি হেরিলা এক দিন —
রামদাস গুরু তাঁর ভিক্ষা মাগি দ্বার দ্বার