
প্রণয়প্রশ্ন

রবীন্দ্রনাথ ঠাকুর
এ কি তবে সবি সত্য
হে আমার চিরভক্ত?
আমার চোখের বিজুলি‐উজল আলোকে
হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে,
এ কি সত্য?
আমার মধুর অধর, বধূর
নবলাজসম রক্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য?
চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি?
চরণে আমার বীণাঝংকার বাজে কি?
এ কি সত্য?
<...