
পীঠমালা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভবসংসার ভিতরে। ভব ভবানী বিহরে।
ভূতময় দেহ নবদ্বার গেহ নরনারীকলেবরে।
গুণাতীত হয়ে নানাগুণ লয়ে দোহে নানা খেলা করে
উত্তম অধম স্থাবর জঙ্গম সব জীবের অন্তরে ॥
চেতনাচেতনে মিলি দুই জনে দেহিদেহরূপে চরে।
অভেদ হইয়া ভেদ প্রকাশিয়া এ কি করে চরাচরে।
পাইয়াছে টের কি করে এ ফের কবি রায় গুণাকরে।
হিঙ্গুলায় ব্রহ্মরন্ধু ফেলিলা কেশব।
দেবতা কোট্টরী ভীমলোচন ভৈরব ॥ ১।
<...