নিঃস্ব

নিঃস্ব

তসলিমা নাসরিন

নিঃস্ব

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

শরীর তোকে শর্তহীন দিয়েই দিলাম,

যা ইচ্ছে তাই কর,

মাচায় তুলে রাখ বা মশলা মেখে খা

কী যায় আসে আমার তাতে, কিছু কি আর আমার আছে!

সেদিন থেকে আমার কিছু আমার নেই, যেদিন থেকে মন পেলি তুই,

সবই তোকে দিয়ে থুয়ে নিঃস্ব হয়ে মরে আছি।

আমি তোর হাতের মুঠোয়,

আমি তোর মনের ধুলোয়,

গায়ে পায়ে শক্তি ছিল, নেই। সবই তোর, তুই ঋদ্ধ ভগবান।


শরীরটাকে কষ্ট দিলে আম...

Loading...