
নকল গড়

রবীন্দ্রনাথ ঠাকুর
রাজস্থান
‘ জলস্পর্শ করব না আর '
চিতোর - রানার পণ ,
‘ বুঁদির কেল্লা মাটির'পরে
থাকবে যতক্ষণ ।'
‘ কী প্রতিজ্ঞা ! হায় মহারাজ ,
মানুষের যা অসাধ্য কাজ
কেমন ক ' রে সাধবে তা আজ '
কহেন মন্ত্রিগণ ।
কহেন রাজা , ‘ সাধ্য না হয়
সাধব আমার পণ ।'
বুঁদির কেল্লা চি...