দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি

দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি

রবীন্দ্রনাথ ঠাকুর

দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি–

স্নেহমুগ্ধ জীবনের চিহ্ন দু-চারিটি

স্মৃতির খেলনা-ক’টি বহু যত্নভরে

গোপনে সঞ্চয় করি রেখেছিলে ঘরে।

যে প্রবল কালস্রোতে প্রলয়ের ধারা

ভাসাইয়া যায় কত রবিচন্দ্রতারা,

তারি কাছ হতে তুমি বহু ভয়ে ভয়ে

এই ক’টি তুচ্ছ বস্তু চুরি করে লয়ে

লুকায়ে রাখিয়াছিলে, বলেছিলে মনে,

“অধিকার নাই কারো আমার এ ধনে’।

আশ্রয় আজিকে ...

Loading...