দূর হ দুঃশাসন

দূর হ দুঃশাসন

নির্মলেন্দু গুণ

দূর হ দুঃশাসন

Books Pointer Iconনির্মলেন্দু গুণ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনমৌ বর্মণ২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

নাস্তিক

নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়,
অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷

চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে,
তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার অপ্রত্যক্ষ
শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ...