দিক দর্শন

দিক দর্শন

তসলিমা নাসরিন

দিক দর্শন

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ওদিকে ঐশ্বর্য,

ওদিকে যশ খ্যাতি,

ওদিকে সম্মান।

ওদিকে গণতন্ত্র,

বাক স্বাধীনতা,

ওদিকে মুক্তচিন্তা,

মানবাধিকার,

ওদিকে সুস্থতা,

সমতা,

ওদিকে সুন্দর,

ওদিকে সততা।

ওদিকে নিশ্চিতি,

নিরাপত্তা,

ওদিকে যুক্তিবাদ,

ওদিকে জীবন।


এদিকে দারিদ্র,

এদিকে দুষণ,

দুঃশাসন,

এদিকে সন্ত্রাস,

এদিকে ...

Loading...