তুমি মোরে ভুলিয়াছ

তুমি মোরে ভুলিয়াছ

কাজী নজরুল ইসলাম

তুমি মোরে ভুলিয়াছ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২০ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক! –

সেদিন যে জ্বলেছিল দীপালি-আলোক

তোমার দেউল জুড়ি – ভুল তাহা ভুল!

সেদিন ফুটিয়াছিল ভুল করে ফুল

তোমার অঙ্গনে প্রিয়! সেদিন সন্ধ্যায়

ভুলে পেরেছিলে ফুল নোটন-খোঁপায়!


ভুল করে তুলি ফুল গাঁথি বর-মালা

বেলাশেষে বারে বারে হয়েছ উতলা

হয়তো বা আর কারও লাগি!…আমি ভুলে

নিরুদ্দেশ তরি মোর তব উপকূলে

না চাহিতে বেঁধ...

Loading...