তুমি মোর জীবনের মাঝে

তুমি মোর জীবনের মাঝে

রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি মোর জীবনের মাঝে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তুমি মোর জীবনের মাঝে

মিশায়েছ মৃত্যুর মাধুরী।

চিরবিদায়ের আভা দিয়া

রাঙায়ে গিয়েছ মোর হিয়া,

এঁকে গেছে সব ভাবনায়

সূর্যাস্তের বরনচাতুরী।

জীবনের দিক্‌চক্রসীমা

লভিয়াছে অপূর্ব মহিমা,

অশ্রুধৌত হৃদয়-আকাশে

দেখা যায় দূর স্বর্গপুরী।

তুমি মোর জীবনের মাঝে

মিশায়েছ মৃত্যুর মাধুরী।

তুমি, ওগো কল্যাণরূপিণী,

মরণেরে করেছ মঙ্গল...