চিরশিশু

চিরশিশু

কাজী নজরুল ইসলাম

চিরশিশু

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।

কোন্‌ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।।

আবার মনের মতন ক’রে

কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে!

পথ-ভোলা তুই এই সে ঘরে

ছিলি ওরে এলি ওরে

বারে বারে নাম হারায়ে।।


ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি!

ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী।

...

Loading...