গুপ্তিপাড়ায় জন্ম তাহার

গুপ্তিপাড়ায় জন্ম তাহার

রবীন্দ্রনাথ ঠাকুর

গুপ্তিপাড়ায় জন্ম তাহার

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গুপ্তিপাড়ায় জন্ম তাহার;

নিন্দাবাদের দংশনে

অভিমানে মরতে গেল

মোগলসরাই জংসনে।

কাছা কোঁচা ঘুচিয়ে গুপি

ধরল ইজের, পরল টুপি,

দু হাত দিয়ে লেগে গেল

কোফ্‌তা-কাবাব-ধ্বংসনে।

গুরুপুত্র সঙ্গে ছিল–

বললে তারে, “অংশ নে।’

Loading...