কুয়ার ধারে

কুয়ার ধারে

রবীন্দ্রনাথ ঠাকুর

কুয়ার ধারে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার কাছে চাই নি কিছু ,

জানাই নি মোর নাম—

তুমি যখন বিদায় নিলে

নীরব রহিলাম ।

একলা ছিলেম কুয়ার ধারে

নিমের ছায়াতলে ,

কলস নিয়ে সবাই তখন

পাড়ায় গেছে চলে ।

আমায় তারা ডেকে গেল ,

‘ আয় গো , বেলা যায় । '

কোন্‌ আলসে রইনু বসে

কিসের ভাবনায় ।...

Loading...