কমলা রাণীর দীঘি

কমলা রাণীর দীঘি

জসীম উদ্দীন

কমলা রাণীর দীঘি

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কমলা রাণীর দীঘি ছিল এইখানে,

ছোট ঢেউগুলি গলাগলি ধরি ছুটিত তটের পানে।

আধেক কলসী জলেতে ডুবায়ে পল্লী-বধূর দল,

কমলা রাণীর কাহিনী স্মরিতে আঁখি হত ছল ছল।

আজ সেই দীঘি শুকায়েছে, এর কর্দমাক্ত বুকে,

কঠিন পায়ের আঘাত হানিয়া গরুগুলি ঘাস টুকে।

জলহীন এই শুষ্ক দেশের তৃষিত জনের তরে।

কোন সে নৃপের পরাণ উঠিল করুণার জলে ভরে।

সে করুণা ধারা মাটির পাত্রে ভরি...

Loading...