কত না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে

কত না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

কত না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কত-না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে

অগ্রভেদী হিমাদ্রির সুদূর আলয়ে

পাষাণপ্রাচীর-মাঝে। হে সিন্ধু মহান,

তুমি তো তাদের কারে কর না আহ্বান

আপন অতল হতে। আপনার মাঝে

আছে তারা অবরুদ্ধ, কানে নাহি বাজে

বিশ্বের সংগীত।

প্রভাতের রৌদ্রকরে

যে তুষার বয়ে যায়, নদী হয়ে ঝরে,

বন্ধ টুটি ছুটি চলে,হে সিন্ধু মহান,

সেও তো শোনে নি কভু তোমার আহ্বান।

...

Loading...