এক গ্লাস অন্ধকার (১৯৯২)

এক গ্লাস অন্ধকার (১৯৯২)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

এক গ্লাস অন্ধকার (১৯৯২)

Books Pointer Iconরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবই বন্দর০৭ সেপ্টেম্বর ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ধর্মান্ধের ধর্ম নেই, আছে লোভ, ঘৃণ্য চতুরতা

যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ,

তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।

জাতির শরীরে আজ তেমনি দ্যাখো দুরারোগ্য ব্যাধি

ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ী রূপে

ক্রমশঃ উঠছে ফুটে ক্ষয়রোগ, রোগের প্রকোপ।


একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো,

আজ তার কংকালের হাড় আর পচা মাংসগুলো

ফেরি করে ...

Loading...