এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা

এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা

নহে কভু সৌম্যরশ্মি অরুণের লেখা

তব নব প্রভাতের। এ শুধু দারুণ

সন্ধ্যার প্রলয়দীপ্তি। চিতার আগুন

পশ্চিমসমুদ্রতটে করিছে উদ্‌গার

বিস্ফুলিঙ্গ, স্বার্থদীপ্ত লুব্ধ সভ্যতার

মশাল হইতে লয়ে শেষ অগ্নিকণা।

এই শ্মশানের মাঝে শক্তির সাধনা

তব আরাধনা নহে হে বিশ্বপালক।

তোমার নিখিলপ্লাবী আনন্দ-আলোক

হয়তো লুকায়ে আছে ...

Loading...