আমার সকল অঙ্গে তোমার পরশ

আমার সকল অঙ্গে তোমার পরশ

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সকল অঙ্গে তোমার পরশ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার সকল অঙ্গে তোমার পরশ

লগ্ন হয়ে রহিয়াছে রজনী-দিবস

প্রাণেশ্বর, এই কথা নিত্য মনে আনি

রাখিব পবিত্র করি মোর তনুখানি।

মনে তুমি বিরাজিছ, হে পরম জ্ঞান,

এই কথা সদা স্মরি মোর সর্বধ্যান

সর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করি

সর্বমিথ্যা রাখি দিব দূরে পরিহরি।

হৃদয়ে রয়েছে তব অচল আসন

এই কথা মনে রেখে করিব শাসন

সকল কুটিল দ্বেষ, সর্ব অমঙ্গল...

Loading...