
অস্তসখী

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রজনী একাদশী
পোহায় ধীরে ধীরে,
রঙিন মেঘমালা
উষারে বাঁধে ঘিরে।
আকাশে ক্ষীণ শশী
আড়ালে যেতে চায়,
দাঁড়ায়ে মাঝখানে
কিনারা নাহি পায়।
এ-হেন কালে যেন
মায়ের পানে মেয়ে
রয়েছে শুকতারা
চাঁদের মুখে চেয়ে।
কে তুমি মরি মরি
একটুখানি প্রাণ।
এনেছ কী ...