অর্জুনের সংশয়

অর্জুনের সংশয়

সুনীল গঙ্গোপাধ্যায়

অর্জুনের সংশয়

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অর্জুনের সংশয়


এরপর অর্জুন বললেন, হে বাসুদেব, তুমি এই ক্ষণে

আমাকে যে বিশ্বরূপ দর্শন করালে

তা কি অন্য আর কেউ দেখতে পেয়েছে?

কৃষ্ণ বললেন, না, আর কেউ অধিকারী নয়

দেখো না, তোমার রকম সকম দেখে দু পক্ষেরই যুযুধান সবাই বিস্ময় বোধ করছে

অর্জুন বললেন, তুমি কৌরবসভাতেও একবার এই রূপ দেখিয়েছিলে, শুনেছি।

কৃষ্ণ বললেন, তা বটে। তখন প্রয়োজন হয়েছিল

অর্জুন ব...

Loading...