
অভিযান

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নতুন পথের যাত্রা পথিক
চালাও অভিযান!
উচ্চকণ্ঠে উচ্চারো আজ –
‘মানুষ মহীয়ান!’
চারদিকে আজ ভীরুর মেলা,
খেলবি কে আয় নতুন খেলা?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কে উজান?
পাতাল ফেড়ে চলবি মাতাল
স্বর্গে দিবি টান॥
সমর-সাজের নাই রে সময়
বেরিয়ে তোরা আয়,
আজ ব...