
অনেক বেসেছি ভালো

জীবনানন্দ দাশ
অনেক বেসেছি ভালো—এইবার প্রতিলোক চাই
(অনেক রেশমি শব্দ করেছি সেলাই)
ঢের বজ্রমণি—চিন্তা এইখানে শ্লথ, ক্কাথ হয়
সে সাদা কাঠের থেকে পেয়ে গেছি ঢের দেশলাই
তবুও তোমার অগ্নি নেই জন্মেজয়—
এইবার ছেড়ে দেব কনুয়ের ভর
বাতাসের পরে
আকাশের তরে
অগ্নির তরে।
সাতটি রঙের জালে বেঁধে
বহুদিন আত্মা ছিল মেধে
...