অনুরোধ

অনুরোধ

জসীম উদ্দীন

অনুরোধ

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ছিপছিপে তার পাতলা গঠন, রাঙা যে টুকটুক

সোনা রূপায় ঝলমল দেখলে তাহার মুখ।

সেই মেয়েটি বলল মোরে দিয়ে একখান খাতা,

লিখো কবি ইহার মাঝে যখন খুশি যা তা।


উত্তরে তায় কইনু আমি, এই যে রূপের তরী,

বেয়ে তুমি চলছ পথে আহা মরি মরি।

যে পথ দিয়ে যাও সে পথে পথিক জনার বুকে,

ঢেউ ভাঙিয়া এধার ওধার হয় যে কতই সুখে।

রূপের ডালি চলছ বয়ে, শাড়ির ভাঁজে ভাঁজে...

Loading...