অনাবশ্যক

অনাবশ্যক

রবীন্দ্রনাথ ঠাকুর

অনাবশ্যক

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কাশের বনে শূন্য নদীর তীরে

আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে ,

‘ একলা পথে কে তুমি যাও ধীরে

আঁচল - আড়ে প্রদীপখানি ঢেকে ।

আমার ঘরে হয় নি আলো জ্বালা ,

দেউটি তব হেথায় রাখো বালা । '

গোধূলিতে দুটি নয়ন কালো

ক্ষণেক - তরে আমার মুখে তুলে

সে কহিল , ‘ ভাসিয়ে দেব আলো...