
শেষ

জুনায়েদ ইভান
বাবাকে।
আমার বাবা সিংহের মতো না, সিংহের স্বভাব হলো সে যত শক্তিশালীই হোক না কেন, সবসময় পালানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা সে রাখে। আমার বাবা বট গাছের মতো। পড়ন্ত রোদে ছায়ার দরকার হলে আমি বট গাছের নিচে গিয়ে দাঁড়াই। রোদ যে এত সুন্দর সেটা ছায়ার ভেতরে থেকে না তাকালে বুঝতে পারতাম না।
.
“তুমি কার্পেটের উপর এঁকেছিলে সমুদ্র
আ...