
লুব্ধক

নবারুণ ভট্টাচার্য
একটি কুকুর উপকথা লেখার পরিকল্পনাটি আমার দীর্ঘদিনের যার পরিণতি ‘লুব্ধক’৷ কুকুর, বেড়াল, পাখি, মাছ – এদের সঙ্গে আমার সম্পর্ক ছোটোবেলা থেকেই৷ তারা যেমন আনন্দ দিয়েছে আমাকে, তেমনই দুঃখ দিয়েছে চলে গিয়ে৷ শিখিয়েছে আমাকে অনেক কিছুই যা ঠিক বই পড়ে জানা যায় না৷ আমার ছোটোবেলার সঙ্গী জিপসির প্রতি আমার যে ঋণ থেকে গিয়েছে তার শোধ করার চেষ্ট হিসাবেও লেখাটিকে দেখা যেতে পারে৷ প্রাণমণ্ডলের অধিক...