লাল নীল মানুষ

লাল নীল মানুষ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লাল নীল মানুষ

Books Pointer Iconশীর্ষেন্দু মুখোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্ব ০১

কুঞ্জনাথকে খুন করবে বলে তিনটে লোক মাঠের মধ্যে বসে ছিল। পটল, রেবন্ত আর কালিদাস।

কুঞ্জনাথ এ পথেই বোজ আসে। আজও আসবে।

রাত তেমন কিছু হয়নি। তবে নিশুত দেখাচ্ছে বটে। মাঘের এই মাঝামাঝি সময়টায় এইদিকে ডাহা শীত। তবে ইদানীং যেমন সব কিছু পাল্টে যাচ্ছে তেমনি হাওয়া বাতাসও। শীত নেই যে তা নয়, বরং শরীরে কালশিরে ফেলে দেওয়ার জোগাড়। এমন ঠাণ্ডা যে মনে হয় চারপাশের বাতাস দেয়ালের মত...

Loading...