
রাজার হেঁচকি

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৫ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এই যে বলাইবাবু, নমস্কার! তা খবরটবর সব ভালো তো?”
”হ্যাঁ, তা খবর তেমন খারাপও কিছু নয়। বাজারে নতুন ফুলকপি উঠেছে, রাঙা মুলো পাওয়া যাচ্ছে, সরেস নলেনগুড়ও এসে গিয়েছে। টাটকা কই মাছের আমদানিও ভালো। কিন্তু আপনাকে তো ঠিক ঠিক চিনলাম না।”
”আপনি কি নবকিশোর রায়কে চেনেন?”
”নবকিশোর! না মশাই, নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না।”
”তা হলে বটকৃষ্ণ বাঁড়ুজ্যে?”