
পনেরো শতকের শেষাশেষি

রঞ্জন বন্দ্যোপাধ্যায়
| রঞ্জন বন্দ্যোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনপাঠক লাইব্রেরি৩০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সময়টা পনেরো শতকের শেষাশেষি।
হিন্দুরাজত্ব শেষ হতে চলেছে।
গৌড়ে পাঠান-শাসনের শক্তি বাড়ছে।
বল্লাল সেনের যুগ শেষ হল বিস্তৃত অবক্ষয়ে।
বাংলা লুঠ করছে বক্তিয়ার উদ্দিন।
গৌড়ের শাসক পাঠান সুলতান নাসির শাহ।
সুলতানের খাস লোক খান জাহান আলি।
পদ্মার দক্ষিণ পাড়ে নতুন জনবসতি গড়ে তুলছে সে । উদ্দেশ্য ক্ষমতা বাড়ানো।
মামুদ ত...