
মাই জার্নি স্বপ্নকে বাস্তবতা প্রদান

এ পি জে আবদুল কালাম
| এ পি জে আবদুল কালাম | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনমিতা সাহা১২ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
আমার বয়স এখন আশির উর্ধ্বে। আমার এই দীর্ঘযাত্রা, আমার শৈশব থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া অসংখ্য অভিজ্ঞতা সম্বলিত। এই দীর্ঘসময় জুড়ে অসংখ্য অভিজ্ঞতার মধ্যদিয়ে আমি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়েছি। তা হলো—সবাইকে জীবনের প্রতিটি ধাপেই স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে বাস্তবতা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করতে হব...