
সেরেঙ্গেটি

বুদ্ধদেব গুহ
কাল রাতে গোরোং গোরোর গেম ওয়ার্ডেনের শিকার করা ওয়াইল্ড বিস্টের স্টেক খেয়েছিলাম৷ আমাদের দেশের শম্বরের মাংসের মতোই খেতে অনেকটা৷ সকালের আলো ফুটতেই আমার কটেজের কাচের জানলা দিয়ে তাকিয়ে দেখি গোরোং গোরো আগ্নেয়গিরির নিবে-যাওয়া বহু বর্গ মাইল জোড়া গহ্বরের উপর নীল কুয়াশা জমেছে৷ সেই গহ্বরের মধ্যে যে কত জীবজন্তু ও পাখি আছে, তা কী বলব৷
ড্রাইভার-কাম-গাইড টেডি ঘরে এসে আমাকে তাড়া দিয়ে গেল! তার আগেই চান ...