
লাল খাম

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১
সোমেন ঘরটার চারপাশ ভালো করে দেখছিল৷ সতর্কতা অবলম্বন করা সবসময় ভালো৷ ঘরটা মনে হয় ভদ্রলোকের স্টাডি রুম৷ দেওয়ালের চারপাশ জুড়ে সারসার আলমারী৷ তাতে রাশিকৃত বই৷ ঘরের ঠিক মাঝখানে বেশ বড়ো একটা টেবিল৷ তার একপাশে প্রফেসরের রিভলরিং চেয়ার৷ অন্যপাশের তিনটে চেয়ারে পাশাপাশি সোমেন, মাধব, আর কৈলাশ৷ মাথার ওপর ঘড়ঘড় সিলিং ফ্যানের শব্দ ছাপিয়ে বাইরে থেকে জানলা দিয়ে অন্য একটা শব্দ ভেস...