
লবণহ্রদ লণ্ডভণ্ড

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১০ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্বঃ ০১
আজ সাতই আষাঢ়, বৃহস্পতিবার। কাল মাঝরাত থেকে ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছে। একসময় বৃষ্টির দিনরাতগুলো আমার ভাল লাগত। তখন বয়স কম ছিল। এখন বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। এ সময় আমি কোনও কাজ করতে পারি না। মুক্ত আকাশ না হলে আমার মেশিনগুলো অচল। অতএব এই ভোরবেলায় আমার দোতলার বারান্দায় বেতের চেয়ারে চুপচাপ বসে আছি।
ঠিক আমার পায়ের দুপাশে ওরা দুজন বসে আছে। একটার নাম সার, অন্যটার নাম মেয়...