রাজপুত্তুরের অসুখ

রাজপুত্তুরের অসুখ

সুনীল গঙ্গোপাধ্যায়

রাজপুত্তুরের অসুখ

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

যখন যা চাই, তক্ষুনি সেটা এসে পড়বে, কোনো কিছুরই অভাব নেই। তবু মলয়কুমারের মুখে হাসি নেই। যখন তখন সে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। দিন—দিন সে রোগা হয়ে যাচ্ছে। মহারাজার একমাত্র ছেলে এই রাজকুমার মলয়ের খুব অসুখ।

আজকালকার দিনে তো আর আমাদের দেশে একটাও রাজা—মহারাজা নেই। তাই মলয়কুমার সত্যিকারের রাজকুমারও নয়। কিন্তু মলয়ের বাবা পাঁচটা খুব বড় কারখানার মালিক। তিনি থাকেন রাজা—মহারাজাদের স্টাইলে।...

Loading...