
রাজকুমার

সুনীল গঙ্গোপাধ্যায়
খুব ছোটবেলায় আমার এক বন্ধু ছিল, তাকে আমরা রাজকুমার বলে ডাকতুম। তার আসল নাম ছিল চন্দ্রকান্ত। কিন্তু ওর বাবা ছিলেন জমিদার। এক সময় ওর পূর্বপুরুষ নাকি রাজা ছিলেন। বেশ সুন্দর চেহারা ছিল চন্দ্রকান্তর। শান্ত ও নম্র স্বভাবের। কখনো মিথ্যা কথা বলতো না।