
মৃত রাজা জাগো

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
মধ্যপ্রদেশের পান্না জায়গাটা দুটো কারণে বিখ্যাত। এক, টাইগার-রিজার্ভ। আর দুই, হিরের খনি। তবে হিরে আর বাঘ দুটোর অবস্থাই ইদানিং খুব খারাপ। খোঁজ নিয়ে জানলাম, সরকারি খনিগুলোতে কুড়িয়ে-বাড়িয়ে সারা বছরে একশো পিস হিরে পাওয়া গেলেই অনেক। সে হিরের কোয়ালিটিও নাকি একদম ভালো নয়।
বাঘের অবস্থা আরো করুণ। রিজার্ভ-ফরেস্টের এক অফিসার আমতা আমতা করে জানালেন, এখনো জঙ্গলে তিনটে বাঘ রয়েছে। তবে...